জমির খাজনা কত টাকা শতক ২০২৫
২০২৫ সালে আপনার বসত বাড়ি, কৃষি জমি এবং বাণিজ্যিক জমির খাজনা কত টাকা শতক করে দিবেন, তার সঠিক তথ্য এখানে জেনে নিন।
একটি জমির জন্য বছরে কত টাকা খাজনা দিতে হবে, তা নির্ধারণ করা হয় জমির অবস্থান ও ধরনের উপর ভিত্তি করে। সাধারণত কৃষি জমি, বসতবাড়ি এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকার জমির খাজনার পরিমাণ ভিন্ন হয়। এসকল এলাকার জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যায়। তাই আমরা অনেকেই জানতে চাই বর্তমানে ২০২৫ সালে ভূমি উন্নয়ন কর বা খাজনা কত টাকা শতক।
এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনারা ১ শতক জমির খাজনা কত এবং কৃষি জমি, বসত বাড়ি ও বাণিজ্যিক জমির খাজনা বছরে কত টাকা, তার আপডেট তথ্য জানতে পারবেন।
জমির খাজনা কত টাকা শতক ২০২৫
বাংলাদেশে বর্তমানে প্রতি ১ শতক জমির খাজনা ২ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত রাখা হয়। জমির ধরন ও অবস্থান ভেদে এই খাজনার পরিমাণ কম বেশি হয়ে থাকে। ২০২৫ সালে জমির খাজনা কত টাকা শতক, তার তালিকা দেওয়া হলোঃ
- আবাদি বা কৃষি ১ শতক জমির জন্য ২ টাকা।
- আবাসিক জমি বা বসত বাড়ির খাজনা ১ শতকের জন্য ১০-১৫ টাকা।
- বাণিজ্যিক জমির খাজনা ১ শতকের জন্য ৪০-৬০ টাকা।
এখানে,
- পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত বসতবাড়ির বা আবাসিক জমির খাজনা ১৫ টাকা/ শতক।
- পৌরসভার বাইরের এলাকার বসতবাড়ির বা আবাসিক জমির খাজনা ১০ টাকা/ শতক।
- পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত বাণিজ্যিক জমির খাজনা ৬০ টাকা/ শতক।
- পৌরসভার বাইরের এলাকার বাণিজ্যিক জমির খাজনা ৪০ টাকা/ শতক।
- পৌরসভা এবং উপজেলা ভিত্তিক উভয় ধরনের এলাকায় কৃষি জমির খাজনা ২ টাকা/ শতক।
উপরোক্তভাবে ভিন্ন ভিন্ন জমির জন্য ভিন্ন ভিন্ন হারে অনলাইনে খাজনা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে উক্ত খাজনার পরিমাণ বাৎসরিকভাবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কৃষিজমির জন্য বছরে ২ টাকা/ শতক, বসতবাড়ির বা আবাসিক জমির জন্য বছরে ১০-১৫ টাকা/ শতক, বাণিজ্যিক জমির জন্য বছরে ৪০ টাকা/ শতক খাজনা দিতে হয়।
আরও পড়ুনঃ
১ শতাংশ জমির খাজনা কত?
জমির ধরন | পৌরসভার অন্তর্ভুক্ত জমি (১ শতক) | পৌরসভা বহিঃস্থ জমি (১ প্রতি) |
কৃষি/ আবাদি জমি | ৳২ | ৳২ |
বসত বাড়ি/ আবাসিক জমি | ৳১৫ | ৳১০ |
বাণিজ্যিক জমি | ৳৬০ | ৳৪০ |
ভূমি উন্নয়ন কর (খাজনা) কত টাকা?
বাংলাদেশে ১ শতক কৃষি/ আবাদি জমির জন্য ২০২৫ সালে নির্ধারিত ভূমি উন্নয়ন কর (খাজনা) হলো ২ টাকা। ১ শতক বসতি বা আবাসিক জমির জন্য ১০-১৫ টাকা এবং ১ শতক বাণিজ্যিক জমির জন্য ৪০-৬০ টাকা খাজনা আদায় করতে হয়।
সাধারণত জমির ধরন ও অবস্থান ভেদে ভূমি উন্নয়ন কর বা খাজনার পরিমাণ ভিন্ন হয়। এ সম্পর্কে নিচে আরো বিস্তারিত জেনে নিনঃ
(১) কৃষি জমির খাজনা কত
প্রতি ১ শতক কৃষি বা আবাদি জমির জন্য খাজনার পরিমাণ ২ টাকা। অর্থাৎ, আপনার যদি ১ শতক কৃষি জমি থাকে তাহলে বছরে সেই জমির জন্য দুই টাকা খাজনা দিতে হবে। এভাবে আপনার যদি এক বিঘা কৃষি জমি থাকে, তাহলে তার জন্য ৩৩×২ = ৬৬ টাকা খাজনা দিতে হবে।
(২) বসত বাড়ির খাজনা কত
প্রতি ১ শতক বসতবাড়ি বা আবাসিক জমির জন্য খাজনার পরিমাণ ১০-১৫ টাকা। এক্ষেত্রে পৌরসভা ভিত্তিক এলাকার জন্য ১৫ টাকা/ শতক এবং পৌরসভা বহির্ভূত এলাকার জন্য ১০ টাকা/ শতক। এভাবে আপনার যত শতক জমি থাকবে, তা জমির অবস্থান অনুযায়ী হিসেব করে খাজনার পরিমাণ নির্ধারণ করতে পারবেন।
(৩) জমির খাজনা বছরে কত
জমির খাজনা বছরে ২ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত জমা দিতে হয়। এর মধ্যে, কৃষি জমির খাজনা বছরে ২ টাকা, বসত বাড়ির খাজনা বছরে ১০ থেকে ১৫ টাকা এবং বাণিজ্যের জমির খাজনা বছরে ৪০-৬০ টাকা।
আরও পড়ুনঃ