বি আর এস খতিয়ান অনুসন্ধান করুন ২০২৫
অনলাইনে জমির বি আর এস পর্চা রেকর্ড বের করতে চাচ্ছেন? তাহলে বি আর এস খতিয়ান অনুসন্ধান সঠিক পদ্ধতিটি এখানে দেখে নিন।
বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সর্বশেষ ভূমি জরিপের রেকর্ড হলো BRS Record। অনলাইনে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা সম্পর্কিত DLRMS Land Gov BD ওয়েবসাইট থেকে এই বি আর এস খতিয়ান যাচাই করা যায় যেকোন স্মার্টফোন দিয়েই।
আপনিও প্রয়োজনে এখনই আপনার বি আর এস পর্চা চেক করে নিতে পারবেন এবং প্রচার কপি ডাউনলোড করতে পারবেন। BRS Khatian Check করার এই প্রক্রিয়াটি জানতে সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন।
বি আর এস খতিয়ান অনুসন্ধান
বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে, প্রথমে dlrms.land.gov.bd ওয়েব সাইটে ভিজিট করে সার্ভার খতিয়ান সিলেক্ট করুন। তারপর জমির বিভাগ, জেলা, উপজেলা ও খতিয়ানের ধরন বি আর এস সিলেক্ট করুন। শেষে, মৌজা সিলেক্ট করে খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানটিতে দুইবার ক্লিক করে BRS Record চেক করুন।

মৌজা সিলেক্ট করার পর তালিকাতে আপনার বি আর এস খতিয়ানের মালিকের নাম দেখতে না পেলে, প্রথমে অনুসন্ধান করে খতিয়ান নম্বর লিখে সার্চ করবেন। যদি খতিয়ান নম্বর জানা না থাকে, তাহলে নিচের ‘অধিকতার অনুসন্ধান’ অপশনটিতে ক্লিক করবেন।
এবার আপনার সামনে আরো দুটি খালিঘর আসবে। সেখান থেকে আপনার সুবিধামতো জমির দাগ নম্বর দিয়ে কিংবা জমির মালিকের নাম লিখে বি আর এস খতিয়ান যাচাই করে নিতে পারবেন। তারপর ২ বার ক্লিক করে, বিস্তারিত তথ্য আসলে ঝুঁড়িতে যুক্ত করে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
বি আর এস খতিয়ান যাচাই
বি আর এস খতিয়ান যাচাই করার জন্য,

বি আর এস খতিয়ান অনলাইন কপি ডাউনলোড
অনলাইনে dlrms.land.gov.bd ওয়েবসাইটের বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পর, জমির দাগ নং, মালিকের নাম সমূহ, জমির পরিমাণ ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখান থেকে অনলাইন কবে ডাউনলোড করতে তথ্য পেজে নিচের ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করবেন।

তারপর উপরের ডানপাশের ঝুঁড়ি অপশনে ক্লিক করে খতিয়ানের ধরন, আবেদনের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে ‘চেকআউট’ -এ ক্লিক করবেন। এবার নতুন পেজে গিয়ে Land Gov BD ওয়েবসাইটে একটি নাগরিক অ্যাকাউন্ট খুলে, আপনার-
দিয়ে রেজিস্টার ও লগইন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করে আবেদন করবেন। পরবর্তীতে, নির্ধারিত তারিখে আপনার খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপিটি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ
মোবাইলে বি আর এস পর্চা চেক পদ্ধতি
মোবাইলে বি আর এস পর্চা চেক করার জন্য-




সাধারণ মোবাইলেও dlrms.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বি আর এস খতিয়ান যাচাই করা যায়। তবে আপনাদের সুবিধার্থে বারবার ব্যবহারের জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
FAQ’s
বি আর এস খতিয়ান কি?
১৯৯৮ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যেই ভূমি জরিপ ও জমির নকশা প্রণয়ন করা হচ্ছে, সেই জরিপের রেকর্ডই হলো বি আর এস খতিয়ান। ভূমি সংক্রান্ত মালিকানা নির্ধারণে এবং জমির পরিমাণ নিশ্চিত করতে সর্বশেষ ও আপডেটেড এই জরিপটি ব্যবহার করা হয়ে থাকে।
বি আর এস রেকর্ড কত সালে হয়?
১৯৯৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বি আর এস রেকর্ডের জরিপ করা হচ্ছে। এই ভূমি জরিপটি এখনো চলমান রয়েছে এবং এর তথ্যগুলো অনলাইনে DLRMS ওয়েবসাইটে সংরক্ষণ/ আপলোড করা হচ্ছে।