বি এস খতিয়ান যাচাই ও ডাউনলোড ২০২৫
অনলাইনে বি এস খতিয়ান যাচাই করে খতিয়ানের কপি সংগ্রহ করতে চাচ্ছেন? তাহলে বি এস খতিয়ান অনুসন্ধান করার সম্পূর্ণ প্রক্রিয়া এখানে দেখে নিন।
বি এস খতিয়ান হলো বাংলাদেশের ভূমি জরিপ সংক্রান্ত একটি আপডেট রেকর্ড। বর্তমান সময়ে জমির বন্টন, সীমানা নির্ধারণ ও মালিকানা নিশ্চিত করার ক্ষেত্রে এই খতিয়ানের ব্যাপক ব্যবহার লক্ষণীয়। খতিয়ানের তথ্যমূলক কার্যক্রম অনলাইন ভিত্তিক করায় এখন সহজেই অনলাইনে এ ধরনের খতিয়ানের তথ্য চেক করে নিতে পারবেন।
ভূমি মন্ত্রণালয়ের DLRMS ওয়েবসাইটে ভিজিট করে, ধারাবাহিকভাবে জমির বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরন>মৌজা সিলেট করলেই বি এস খতিয়ানের তালিকা চলে আসবে। তারপর খতিয়ানে ২ বার ক্লিক করে তথ্য পেজ আসলে, সেখান থেকে খতিয়ানের কপি পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি জানতে সম্পূর্ণ পোস্টটি দেখে নিন।
বি এস খতিয়ান যাচাই অনলাইন
অনলাইনে বি এস খতিয়ান যাচাই করতে
এভাবে আপনার বি এস পর্চা জমির মালিকানার তথ্য, দাগ নম্বর সমূহ ও মোট জমির পরিমাণ যাচাই করা যাবে।
আরও পড়ুনঃ
আপনারা চাইলে স্মার্টফোন ব্যবহার করেও মোবাইল অ্যাপসের মাধ্যমে বি এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। নিচে মোবাইলে BS Khatian Check করার প্রক্রিয়াটি ছবিসহ দেখানো হলো:
ধাপ ১: DLRMS অ্যাপ ইনস্টল করুন
বাংলাদেশের নাগরিকদেরকে খতিয়ান অনুসন্ধান সম্পর্কিত সেবা দেওয়ার জন্য যেই মোবাইলে এপ্লিকেশনটি বানানো হয়েছে, সেটির নাম DLRMS। এই অ্যাপটি ইন্সটল করার জন্য, Google Play Store এ গিয়ে DLRMS লিখে সার্চ করবেন। তারপর অ্যাপসটি আসলে ইন্সটল করে নিবেন।
ধাপ ২: সার্ভে খতিয়ান বাছাই করুন
অ্যাপটি ইন্সটল করার পর তা ওপেন করে হোমপেজে যাবেন। সেখানে কয়েকটি ক্যাটাগরি/ সেবা সমূহের তালিকা পাবেন। আপনি সেখান থেকে সার্ভে খতিয়ান অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ৩: জমির ঠিকানা সিলেক্ট করুন
এবার সার্ভে খতিয়ান অনুসন্ধান করার জন্য, একে একে সিলেক্ট করতে হবে-
এগুলো একটি সিলেক্ট করার পর আরেকটি সিলেক্ট করার অপশন পাবেন। সবগুলো আপনার জমির অবস্থান অনুযায়ী সঠিকভাবে বাছাই করতে হবে।
ধাপ ৪: খতিয়ান টাইপ ও মৌজা নির্বাচন
এবার আপনি কোন ধরনের খতিয়ান অনুসন্ধান করতে চান, সেটি বাছাই করতে হবে। এখানে সার্ভে খতিয়ান টাইপ এর তালিকায় আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, বি এস খতিয়ান, এস এ খতিয়ান, সি এস খতিয়ান ইত্যাদির তালিকা পাবেন। আমরা যেহেতু বি এস খতিয়ান অনুসন্ধান করছি, তাই এই তালিকা থেকে ‘বি এস’ সিলেক্ট করবো।
সার্ভে টাইপ বাছাই করার পর জমির মৌজা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি আগে থেকেই আপনার মৌজার নাম ও মৌজা নং জেনে নিবেন। তারপর এখানে শুধু সিলেক্ট করে দিবেন।
ধাপ ৫: বি এস খতিয়ান অনুসন্ধান করুন
মৌজা সিলেক্ট করার পর সেই মৌজার অন্তর্ভুক্ত সকল খতিয়ান গুলোর তালিকা আপনাকে দেখানো হবে। এখান থেকে আপনার কাঙ্খিত খতিয়ানটিতে ক্লিক করবেন। তারপর আবার ‘পরবর্তী’ লেখা অপশনে ক্লিক করবেন। ব্যাস, এবার আপনার সামনে BS খতিয়ানের যাবতীয় তথ্য চলে আসবে।
আপনি এখান থেকে প্রয়োজনে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্যও আবেদন করতে পারবেন। খতিয়ানের কপি পেতে কি কি করতে হবে তা জানতে নিচের অংশটুকু পড়ুন।
আরও পড়ুনঃ
বি এস পর্চার অনলাইন কপি ডাউনলোড
অনলাইনে বা DLRMS অ্যাপের মাধ্যমে বি এস খতিয়ান যাচাই করার পর, খতিয়ানের রেকর্ড দেখতে পাবেন। এখান থেকে বি এস পর্চার অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে, নিচের কার্টে যোগ করুন।
তারপর অ্যাপের ড্যাশবোর্ডে বা হোম পেজে গিয়ে কার্ট অপশনে ক্লিক করবেন। কার্ট অপশনে আপনার খতিয়ানের তথ্যগুলো আবারও দেখানো হবে। সেখানে ‘চেকআউট করুন’ লেখাতে ক্লিক করবেন। তারপর Land Gov BD ওয়েবসাইটের নাগরিক একাউন্টে লগইন/ রেজিস্টার করে, যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
শেষে, বিকাশ/ নগদ/ রকেট/ উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইন কপি এবং সার্টিফাইড কপি উভয়ের জন্যই ১০০ টাকা ফি প্রযোজ্য।
ফি পেমেন্ট করার পর একটি পেমেন্ট রিসিট পাবেন। সেই রিসিটে যেই তারিখ উল্লেখিত থাকবে, পরবর্তীতে উক্ত তারিখে আপনার দেওয়া ঠিকানায় বি এস খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ