E-porchaBd.online হলো বাংলাদেশের, ই পর্চা, ভূমি সেবা, খতিয়ান অনুসন্ধান, নামজারি খতিয়ান, ভূমি উন্নয়ন কর, জমির পরিমাপ, সম্পত্তি ভাগবন্টন হিসাব ইত্যাদি ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে একটি তথ্যমূলক ওয়েবসাইট। এটি কোন সরকারি ওয়েবসাইট নয়, তাই এখানে কোন সরকারি সেবা পাবেন না। তবে এখান থেকে ভূমি সংক্রান্ত সেবার দিকনির্দেশনা, তথ্য ও টিউটোরিয়াল এবং সরকারি নোটিশ সমূহ জানতে পারবেন।
বাংলাদেশের সাধারন নাগরিকদের মাঝে অধিকাংশই জানেন না যে, কিভাবে অনলাইনে ঘরে বসেই ভূমি সেবা সংগ্রহ করা যাবে। তাই তারা নানান জটিলতার স্বীকার হয়। এ ধরনের জটিলতা এড়াতেই প্রয়োজন হয় সঠিক দিকনির্দেশনা ও তথ্যের। আমাদের ই পর্চা বিডি অনলাইন ওয়েবসাইটের সেই তথ্য সেবাই প্রদান করা হয়ে থাকে।
আমাদের উদ্দেশ্য
আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল সাধারন নাগরিকরা যেন খুব সহজেই অনলাইনে একটি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ভূমি সংক্রান্ত সেবা ভোগ করতে পারে, সে সম্পর্কে তথ্য দিয়ে ও টিউটোরিয়াল শেয়ার করে সহযোগিতা করা। তাই ভূমি সংক্রান্ত তথ্য জানতে আমাদের এই EporchaBD.online ওয়েবসাইটটির অন্যান্য পোস্ট ভিজিট করে দেখতে পারেন। অথবা, সরাসরি Google এর সার্চ পেজে গিয়ে EporchaBD.online লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত পোস্টগুলো দেখতে পারবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ,
The EporchaBD.online Team!