অনলাইনে জমি খারিজ চেক করুন ২০২৫
জমি খারিজের আবেদন করার পর তা এপ্রুভ হয়েছে কিনা জানতে চাচ্ছেন? তাহলে অনলাইনে অনলাইনে জমি খারিজ চেক করার নিয়ম বিস্তারিত দেখে নিন।
অনলাইন খারিজ চেক করার মাধ্যমে জমি খারিজের আবেদনের সর্বশেষ অবস্থান জানা যায়। সাধারণত কোন জমি খারিজ করার জন্য অনলাইনে আবেদন করলে তা এপ্রুভ হতে ২৮ দিন পর্যন্ত সময় নেওয়া হয়। এই সময়ের পর আপনি অনলাইনে চেক করে জেনে নিতে পারবেন আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা। এপ্রোভ হয়ে গেলে আবার নামজারি আবেদন করতে পারবেন।
যাইহোক, কিভাবে জমি খারিজ চেক করবেন, সে সম্পর্কে জানতে সম্পন্ন আর্টিকেলটি দেখে নিন।
জমির খারিজ চেক করার নিয়ম
অনলাইনে জমি খারিজের আবেদনের অবস্থা চেক করার জন্য mutation.land.gov.bd লিংকে ভিজিট করে জমির বিভাগ>আবেদনের আই.ডি>এনআইডি নাম্বার লিখবেন। তারপর ক্যাপচা পূরণ করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলেই জমি খারিজ হয়েছে কিনা জানতে পারবেন।

এভাবে খারিজ আবেদনের সর্বশেষ অবস্থা অনলাইনে চেক করা যায়। যদি খারিজের আবেদনটি এপ্রুভ করা হয়ে থাকে, তাহলে DCR ফি জমা দিয়ে নামজারি খতিয়ানের জন্য পুনরায় আবেদন সাবমিট করতে পারবেন। যদি আপনার আবেদনটি এখনো এপ্রুভ করা না হয়, তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারেন অথবা স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ
অনলাইন খারিজ চেক করার নিয়ম
অনলাইনে খারিজের আবেদন চেক করতে,
- প্রথমে mutation.land.gov.bd লিংকে ভিজিট করুন
- ১ম ঘরে জমির বিভাগ সিলেক্ট করুন
- ২য় ঘরে আবেদন আই.ডি লিখুন
- ৩য় ঘরে NID Number লিখুন
- ৪র্থ ঘরে ক্যাপচা কোড পূরণ করে ‘খুঁজুন’ লেখাতে ক্লিক করুন
এবার অনুসন্ধানের রেজাল্ট পেজে আপনার খারিজের আবেদনের সর্বশেষ অবস্থান জানিয়ে দেওয়া হবে। যদি তথ্য পেজে প্রসেসিং অবস্থায় দেখতে পান, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিচে এই প্রক্রিয়াটি আপনাদের সুবিধার্থে আরো বিস্তারিতভাবে ধাপে ধাপে তুলে ধরা হলো:
ধাপ ১ – জমির খারিজ চেক পেজে যান
অনলাইনে জমির খারিজের আবেদনের অবস্থা চেক করার জন্য আপনাকে অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন mutation.land.gov.bd ওয়েব সাইটে যেতে হবে। এর জন্য সরাসরি mutation.land.gov.bd এই লিংকে ভিজিট করতে পারেন। তাহলেই আপনার সামনে একটি অনুসন্ধান পেজ চলে আসবে।
ধাপ ২ – বিভাগ নির্বাচন করুন
তথ্য অনুসন্ধান পেজের প্রথম ঘরে আপনার জমির বিভাগ সিলেক্ট করতে হবে। এখানে ডান পাশের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলেই বাংলাদেশের ৮ বিভাগের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন।

ধাপ ৩ – আবেদন আই.ডি লিখুন
অনলাইনে জমি খারিজের আবেদন সাবমিট করার পর আপনাকে অবশ্যই একটি আবেদন আইডি নাম্বার দেওয়া হয়েছিল। অনলাইন খারিজ চেক করার জন্য আপনাকে সেই Application ID টি সঠিকভাবে অনুসন্ধান পেজের ২য় ঘরে লিখতে হবে।

(বিঃদ্রঃ প্রতিটি আবেদন আই.ডি ইউনিক হয়। ভুল কোন আবেদন আইডি এখানে লিখলে আপনার খারিজের আবেদন চেক করতে পারবেন না। তাই অবশ্যই সঠিক আবেদন আইডি নাম্বারটি এখানে লিখবেন।)
ধাপ ৪ – এনআইডি নাম্বার লিখুন
Mutation Land Gov BD সার্ভার থেকে খারিজের আবেদনের তথ্য চেক করার জন্য আপনাকে একটি এনআইডি নাম্বার দিতে হবে। অনুসন্ধান পেজের ৩য় ঘরে একটি NID Number লিখবেন।

ধাপ ৫ – ক্যাপচা পূরণ করে খুঁজুন
অনুসন্ধান পেজের চতুর্থ ঘরে আপনাকে যোগফল/ বিয়োগফল লিখতে হবে। চতুর্থ ঘরের ঠিক উপরে একটি গাণিতিক প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্নটির উত্তর হবে, তা নিচের ঘরে লিখবেন। এভাবে সকল তথ্যগুলো পূরণ করার পর নিচের ডান পাশের ‘খুঁজুন’ লেখা বাটনে ক্লিক করবেন।

ধাপ ৬ – আবেদনের সর্বশেষ অবস্থা চেক করুন
এবার আপনার জমি খারিজের আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা সে সম্পর্কে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। যদি আবেদনটি এপ্রুভ করা না হয় বা প্রসেসিং অবস্থায় থাকে, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।
অন্যদিকে, জমি খারিজের আবেদন এপ্রুভ হয়ে গেলে নাগরিক একাউন্টে লগইন করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১০০ টাকা DCR ফি জমা দিবেন। ফি পরিশোধ করে আবেদন করার পর নামজারি খতিয়ান তৈরি করে নিতে পারবেন।
পরবর্তীতে, dlrms.land.gov.bd ওয়েবসাইট থেকে নামজারি খতিয়ানের তথ্য যাচাই করে, নামজারি খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন।
FAQs
অনলাইনে জমি খারিজ হয়েছে কিনা চেক করতে পারবো?
অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের mutation.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে, জমির বিভাগ>আবেদনের আই.ডি>এনআইডি নাম্বার লিখে সার্চ করে জমি খারিজ হয়েছে কিনা চেক করতে পারবেন।
কেন জমি খারিজ করতে হয়?
একটি নির্দিষ্ট জমির জন্য ভূমি মন্ত্রণালয়ের সার্ভারে যেই মালিকের নাম লিপিবদ্ধ রয়েছে, তা পরিবর্তন করে নতুন মালিকের নাম যুক্ত করতে চাইলে জমি খারিজ করতে হয়।